সবারবেলায় সত্য বলি

গাড়ি ভাঙচুরের ঘটনায় কঠোর বার্তা দিলেন মর্মাহত তাহেরী

মাহফিল চলাকালে গাড়ি ভাঙচুরের ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এ নিয়ে তিনি আবারও ফেসবুকে বার্তা দিয়েছেন। সেখানে তিনি জানান, এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় তার ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিও পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান। এর আগে ১৮ জানুয়ারি রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাহফিল চলাকালে বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরের ঘটনাটিও তিনি নিজেই তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে নিশ্চিত করেছিলেন।

শনিবার সন্ধ্যায় তিনি তার ফেসবুক পেজে দেওয়া ৩ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্টে বলেন, গত বৃহস্পতিবার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকায় আমার একটা মাহফিল ছিল। সেখানে আমার ব্যক্তিগত গাড়ি কে বা কারা ভাঙচুর করেছে। আপনারা আমার দেওয়া লাইভে বিষয়টি জেনেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনামে বিষয়টি এসেছে। আমি সময়ের জন্য গাড়ি ঠিক করতে পারিনি। কারণ দিনে আমার পাবনায় একটি প্রোগ্রাম ছিল ও সিরাজগঞ্জে একটি প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে আমি আবারও কুমিল্লায় এসেছি। আমি এখন কুমিল্লা আছি।

তিনি বলেন, কুমিল্লার বটেশ্বর এলাকায় আমার একটি প্রোগ্রাম আছে। আপনারা দেখতে পারছেন আমি গ্যারেজে আছি। গাড়ির যে অংশে ভাঙচুর করা হয়েছে তা মেরামত করার জন্য গ্যারেজে এসেছি। আমি মনে করি আজকের এই ভিডিওটি তদন্তের স্বার্থে কাজে লাগবে। আমি বটেশ্বরের মাহফিল শেষ করে ব্রাহ্মণপাড়া থানায় যাব। ওসির সঙ্গে আমার কথা হয়েছে এবং এসপি বিষয়টি আমলে নিয়েছেন। আমি অভিযোগ করব তাদের বিরুদ্ধে যারা ওলামায়ে কেরামদের গাড়ির ওপর আক্রমণ করে। এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু, এরা স্বাধীনতাবিরোধী অপশক্তি। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না। স্বাধীনতার পক্ষের শক্তিকে তারা বিশ্বাস করে না। মতামতের ভিন্নতা থাকতে পারে তাই বলে এভাবে গাড়ি ভাঙচুর ইসলাম মেনে নেয় না।

এর আগে তিনি লাইভে বলেছিলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামন্ডল এলাকায় একটি মাহফিল করছিলাম। সেখানে প্রোগ্রাম শেষ করে এসে দেখি আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ধারণা করছি, আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.