সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে মামলা বেড়ে ৩৪, গ্রেফতার ৯৮৩ জন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চট্টগ্রামে ৯৮৩ জনকে গ্রেফতার করা হলো।

একই ঘটনায় নগরীর কর্ণফুলী থানায় আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম মহানগর ও জেলায় আন্দোলনকারীদের বিরুদ্ধে ৩৪টি মামলা হলো।

বুধবার (৩১ জুলাই) চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি আজকের বেলাকে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং জেলা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় ৫ জনকে।

সিএমপিতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্য পাঁচলাইশ থানায় ৭টি, কোতোয়ালী থানায় ৫টি, চান্দগাঁও থানায় ৪টি, এবং বাকলিয়া, খুলশী, ডবলমুরিং, আবকরশাহ্, হালিশহর, পাহাড়তলী ও কর্ণফুলী থানায় একটি করে মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। অধিকাংশ মামলার বাদী পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি-পিআর) অতিরিক্ত উপ-কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, চট্টগ্রাম মহানগরীতে কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ২৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে নগর পুলিশের অভিযানে এ পর্যন্ত ৫৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবু তৈয়ব বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১১টি চব্বিশ ঘণ্টায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলায় এ পর্যন্ত এসব মামলায় মোট ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.