সবারবেলায় সত্য বলি

ফিক্সিংয়ের অভিযোগ, বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিপিএলের শুরু থেকেই গুঞ্জন চলছিল ফিক্সিং নিয়ে। এবার সেই তীর তাক করা হয়েছে আনামুল হক বিজয়ের দিকে। যদিও প্রমাণিত হয়নি। তবে স্পট ফিক্সিং নিয়ে অভিযোগ পাওয়ার পর তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয় এই বিষয়ে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘মিস্টার এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে।’

বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন বিজয়। দলটির হয়ে খারাপ খেলছেন না তিনি। শুরুতে অধিনায়ক ছিলেন দলের। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেওয়া হয়।

এরপরই মূলত ফিক্সিং নিয়ে রাজশাহীর একাধিক ক্রিকেটার নিয়ে গুঞ্জন ওঠে। শুধু রাজশাহী নয়, অন্য তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দিকে ফিক্সিংলে তীর উঠছে। বিষয়টি তদন্ত করছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ।

তবে বিজয়ের ওপর এই নিষেধাজ্ঞা অবশ্য সাময়িক। তদন্তের পর যদি দোষী প্রমাণিত না হয়, তবে এটি তুলে নেওয়া হবে।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.