সবারবেলায় সত্য বলি

শেষ ওয়ানডেতে বিশ্রাম চান তামিম-লিটন

দুই ম্যাচ খেলেই নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বিশ্রাম চেয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রামের আবেদন জানান এই দুই ওপেনার। বিষয়টি বিসিবি সূত্র নিশ্চিত করেছে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর এই দুই ওপেনারকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ছিল আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ। বিশ্বকাপের প্রি টেস্টের ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় এই ম্যাচে ২৫৪ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে বাংলাদেশ ৪১.১ ওভারে ১৬৮ রান করে থেমেছে। বাংলাদেশ দলের হয়ে অবসর ভেঙে ও ইনজুরি কাটিয়ে ফেরা তামিম ৪৪ রান করেছেন।

এদিকে টানা বাজে ফর্মের কারণে বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আছেন লিটন কুমার দাস। গতকাল পুরো ৫০ ওভার উইকেটকিপিং করে ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি তিনি। মাত্র ৬ রানেই প্যাভিলিয়নের পথে হাটা দিয়েছেন তিনি।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.