বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মিরসরাইয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করে।
এদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে মানুষের অধিকার আদায়ের জন্য, আর বিএনপি ক্ষমতায় আসে মানুষের অধিকার হরণের জন্য। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। এর মধ্যে মেজর জিয়ার কারণে আমরা ২১ বছর পাইনি। আজকে জিয়া বলছে টেক বেক বাংলাদেশ। তারা পুনরায় এসে দেশটাকে লুটেপুটে খেতে চায়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।
অন্যান্যের মধ্যে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন, ভিপি নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম দিদার, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, প্রচার সম্পাদক কামরুল হোসেন ও করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম উপস্থিত ছিলেন।