সবারবেলায় সত্য বলি

বাজার মনিটরিং, দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার জরিমানা

কর্ণফুলীতে মূল্য তালিকা না রাখা এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার অপরাধে দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রীজঘাট কাঁচাবাজার এবং সৈন্যারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

অভিযানে মূল্য তালিকা না রাখায় ব্রিজ ঘাটের একটি মুদির দোকানিকে ১০ হাজার ও সৈন্যারটেক এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ফ্রেশ এন্ড সেইফ নামের একটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুলসহ সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম সহয়তা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। এতে ব্যবসায়িদের বেশি দামে পণ্য বিক্রি না করতে, মৌখিকভাবেও সতর্ক করা হয়েছে। কেউ যদি সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.