সবারবেলায় সত্য বলি

দখলমুক্ত হলো আগ্রাবাদের ফুটপাত

এবার আগ্রাবাদ বাণিজ্যিক এলাকাসহ আশেপাশের জায়গায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা পাঁচ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে অসংখ্য স্থায়ী কাঠামোও রয়েছে। এছাড়া ফুটপাতে চলে আসা বিভিন্ন দোকানপাটের বর্ধিত অংশও ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা, স্টেট অফিসার রেজাউল করিম ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

জানা গেছে, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, কমার্স কলেজ রোড, বাদামতলী মোড়, সিজিএস বিল্ডিং এর সামনের রাস্তা, এক্সেস রোড, আগ্রাবাদ শিশুপার্ক রোড এবং মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা ও ফুটপাতে অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিষয়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ফুটপাত মানুষের হাঁটার জন্য নির্মাণ করা হয়েছে, ব্যবসার জন্য নয়। ফুটপাতে ব্যবসা করলে মানুষ হাঁটবে কোথায়? তাই মানুষের হাঁটার ফুটপাতে কোনো হকার বসতে দেব না। ফুটপাত দখলমুক্ত করতে আমাদের যে অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। একইসঙ্গে উচ্ছেদের পর পুর্নদখল ঠেকাতে মনিটরিং করা হবে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.