সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

নগরের ষোলশহর রেলস্টেশনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের পাল্টাধাওয়ায় সরে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ ও চট্টগ্রাম নগরের প্রধান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এই মুহূর্তে ষোলশহর রেলস্টেশন ও দুই নম্বর গেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ পরপর ককটেল বিস্ফোরণের শব্দ শেনা যাচ্ছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শপিং কমপ্লেক্সের পাশের গলিতে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

ctg1 20240715175256

শিক্ষার্থীদের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক রাসেল। তিনি বলেন, ‘ছাত্রলীগের হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। তাই শিক্ষার্থীদের ওপর হামলার সুযোগ পেয়েছে।’

তবে হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল না দাবি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ রাস্তায় নেমে এলে ছাত্রলীগের কর্মীদের মুখোমুখি হয়ে যায়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ থাকায় ঘটনা বড় হয়নি।’

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.