সবারবেলায় সত্য বলি

পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র মিলল খাল পাড়ে

নগরের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া দু’টি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলো পুলিশের নয়, থানায় জমা রাখা বেসামরিক ব্যক্তির।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় কাস্টমস একাডেমির পেছনে খাল পাড় থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আজাদ বলেন, ‘গত ৫ আগস্ট আমাদের থানা থেকে কিছু অস্ত্রশস্ত্র লুট হয়। এর মধ্যে দুটি রিভলবার ও ১৬টি গুলি আমরা আজ গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছি। তবে অস্ত্রগুলো পুলিশের নয়। সরকারি লাইসেন্সধারী দুই ব্যক্তি তাদের অস্ত্র ও গুলিগুলো থানায় জমা রেখেছিল।’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওইদিন বিকেল থেকে রাত পর্যন্ত সর্বস্তরের মানুষের বিজয়োল্লাসের মধ্যে চট্টগ্রাম নগরীর অন্তত ১১টি থানা আক্রান্ত হয়। আগুন দেওয়া হয় আটটি থানায়। ছয়টি থানা থেকে লুট করে নেওয়া হয় অস্ত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোতোয়ালি, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট ও ডবলমুরিং থানা।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.