সবারবেলায় সত্য বলি

এইচএসসি পাসেই ডায়াবেটিস-মেডিসিন বিশেষজ্ঞ

বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে মোহাম্মদ খেরশেদ আলম নামে এক ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নগরের চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে এই দণ্ড দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

মোহাম্মদ খোরশেদ আলম নিজেকে স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। জামাল খান এলাকার আল্ট্রা অ্যাসে নামক প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিয়মিত রোগীও দেখতেন তিনি।

আরও পড়ুন: ‘সরি মা’, তোমাকে দিয়ে আসা কথা রাখতে পারলাম না

জানা গেছে, বৃহস্পতিবার নগরের চকবাজারে প্যারেড কর্নার এলাকায় বাসায় গিয়ে একজন রোগী দেখতে আসেন অভিযুক্ত খেরশেদ আলম। এ সময় তার চিকিৎসাপত্র দেখে রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা পরিচিত এক চিকিৎসককে বিষয়টি জানান। রোগীর পরিচিত ওই চিকিৎসক তাকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে জানান।

অভিযোগ পেয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আজকের বেলাকে বলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২০১০ সালের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী অভিযুক্তকে ২ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, ভুয়া পরিচয়ের বিষয় জানাজানি হওয়ার পর অভিযুক্ত ভুয়া চিকিৎসক নিজেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস বলে দাবি করেন।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.