সবারবেলায় সত্য বলি

এবার ৩০০ লিটার মদসহ ধরা খেল রাউজানের ডাকাত

রাউজানে স্থানীয় জনতার সহায়তায় বিপুল পরিমাণ চোলাই মদসহ একাধিক মামলার পলাতক আসামি মো. দিদারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোলাই মদ পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, রোববার (৩ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া চৌধুরী ঘাটা মোতালেব সওদাগরের বাড়ীর সামনে চোলাই মদসহ একজনকে আটক করে স্থানীয় লোকজন। তবে এ সময় অটোরিকশা চালক মো. জাহেদ (২৪) কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে টহলরত রাউজান থানার এসআই অসীম কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সহ ঘটনাস্থলে যান। এরপর ৩০০ লিটার চোলাই মদসহ অটোরিকশা দুটি জব্দ করেন।

তিনি বলেন, দিদারের বিরুদ্ধে রাউজান থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়। এ ঘটনায় পলাতক আসামি হলেন রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান বেপারীপাড়ার মো. শামসুরের ছেলে মো. জাহেদ (২৪)। আসামি দিদারের বিরুদ্ধে সিএমপির বায়েজিদ বোস্তামি থানায় ডাকাতি মামলা এবং রাউজান থানায় অপহরণ ও মাদক মামলা রয়েছে।

আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.