সবারবেলায় সত্য বলি

ব্যাংকের পর্ষদ ও এমডির দ্বন্দ্ব বন্ধের নির্দেশ

ডলার বাজারে কারসাজি করলে ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংক যদি বাফেদার বেঁধে দেওয়া সীমার চেয়ে বাড়তি দামে ডলার বেচাকেনা করে তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

একইসঙ্গে ব্যাংকের পরিচালক ও এমডিদের মধ্যেকার দ্বন্দ্ব অবিলম্বে মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পরিচালকদের চাপের মুখে সম্প্রতি কয়েকটি ব্যাংকের এমডি পদত্যাগ করার ঘটনায় অষন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে বুধবার বৈঠকে গভর্নর এসব বার্তা দেন। বৈঠকে বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে ৮ সদস্যদের একটি প্রতিনিধিদল অংশ নেয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বলা হয়, ব্যাংক পরিচালনার বিষয়ে প্রচলিত নিয়মনীতির বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড করা যাবে না। পর্ষদ ও এমডি নিজ নিজ দায়িত্বের মধ্যে দিয়ে ব্যাংক পরিচালনা করবেন। ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

আরও পড়ুন: দুই মাসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৮৭ কোটি টাকা

এতে বলা হয়, এমডিদের সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্ব বন্ধ করতে হবে। নিময় না মেনে কোনো কাজে হস্তক্ষেপ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও বলা হয়, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি মূল্যে ডলার কেনাবেচা না করা, মূল্যস্ফীতি চাপ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ বাস্তবায়ন ও ঋণপত্রের (এলসি) মাধ্যমে ডলার পাচারসহ ব্যাংকগুলোর করপোরেট গভর্ন্যান্সের যাবতীয় নীতিমালা মেনে চলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণেই বিএবির চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসেছিল। ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি চাপ, রিজার্ভ পরিস্থিতি, ডলার, এক্সচেঞ্জ রেট এবং আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অর্থনৈতিক অবস্থা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে; এগুলো তাদের জানানো হয়েছে। পদক্ষেপগুলো বাস্তবায়নে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। বিএবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.