সবারবেলায় সত্য বলি

চাল, চিনিসহ ৪ পণ্যের শুল্ক কমানোর প্রজ্ঞাপন জারি শিগগির

চিনি, চাল, খেজুর ও ভোজ্যতেলের শুল্ক–কর কমানোর সব প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই এর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, কাস্টমস কর্তৃপক্ষ শুল্ক কমানোর ক্ষেত্রে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেছে। এরই মধ্যে সারমর্মে অনুমোদনও দিয়েছেন অর্থমন্ত্রী।

আসছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরের শুল্ক–কর কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে পদক্ষেপ নিতে চিঠি দেয়।

শুল্ক বিভাগ চিঠির পর এসব পণ্যে কতটুকু শুল্ক কমলে কত রাজস্ব ক্ষতি হবে ইত্যাদির হিসাব নিকাশ করেছে। শেষ পর্যন্ত সংস্থাটি চূড়ান্ত করে তা অর্থমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠায়।

শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, একয়দিন তা অর্থমন্ত্রীর অনুমোদনের জন্য অপেক্ষা ছিল। সেটি সম্পন্ন হয়েছে। এখন এর প্রজ্ঞাপন জারি করতে যেটুকু সময় লাগবে, তার অপেক্ষা।

এনবিআর কর্মকর্তারা জানান, দেশে নিত্যপণ্যের দাম যখনই লাগামহীন বাড়ে, তখন শীর্ষ মহলের পরামর্শে শুল্ক–কর কমানো হয়। এতে সরকারের রাজস্ব ক্ষতি হলেও দেশের স্বার্থে তা বরাবরই এনবিআরকে করতে হয়।

তবে শুল্ক কমানোর সুফল ভোক্তারা পান কি-না এই নিয়ে বির্তক থাকলেও এনবিআর সব সময় সরকারের রাজনৈতিক ইচ্ছেকে গুরুত্ব দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও কয়েকটি পণ্যের শুল্ক কমানো হচ্ছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.