সবারবেলায় সত্য বলি

চবির নতুন উপাচার্য প্রফেসর আবু তাহের, প্রজ্ঞাপনের অপেক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও চবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আবু তাহের।

সোমবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আজ সোমবার বা কাল মঙ্গলবার যেকোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।

চবির বর্তমান উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হচ্ছে দীর্ঘদিন ধরে। প্রায় পাঁচ বছরের মতো উপাচার্য পদে দায়িত্ব পালন করেছে শিরীণ আখতার। সাম্প্রতিক সময়ে নতুন উপাচার্য হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে প্রফেসর আবু তাহেরের ফাইলে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এটি ডি নথি আকারে মন্ত্রণালয়ে আসবে। এরপর তা প্রজ্ঞাপন আকারে জারি হবে।

প্রফেসর মো. আবু তাহেরের জন্মস্থান চট্টগ্রামের সাতকানিয়ায়। সেখানকার কাঞ্চনা মাধ্যমিক বিদ্যালয়ের পর চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার ইনহা, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেন তিনি।

কর্মজীবনের শুরুতে ১৯৮৫ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কমার্স কলেজে শিক্ষকতা শুরু করেন আবু তাহের। ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি ওই বিভাগের অধ্যাপক হন।

জানতে চাইলে প্রফেসর ড. আবু তাহের বলেন, চবির ভিসি হওয়ার বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন হাতে পাইনি। তাই এ বিষয়ে আপাতত মন্তব্য করতে পারছি না।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.