সবারবেলায় সত্য বলি

আবারও নির্বাচনের মাঠে চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি আজকের বেলাকে নিশ্চিত করেছেন তার ছেলে এবং মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম।

তিনি বলেন, এলাকার মানুষের অনুরোধে আমার বাবা এবার চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

সরওয়ার আলম আরও বলেন, ‘আমার বাবা ১৭ বছর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন। তিন বছর ভারপ্রাপ্ত মেয়র ছিলেন এবং ২০১০-১৫ সাল পর্যন্ত চসিকের মেয়র ছিলেন। এ ছাড়া মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসেন আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতালসহ শতাধিক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।’

এর আগে মোহাম্মদ মনজুর আলম ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী আফছারুল আমীনের কাছে পরাজিত হয়েছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তিনি। তবে ওই বছর আর নির্বাচন করেননি।

তৎকালীন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীনকে মনোনয়ন দেওয়া হয়। তাঁর মৃত্যুর পর চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হয় নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিনকে। সংসদ সদস্য নির্বাচিত হওয়া মহিউদ্দিন আগামী নির্বাচনেও নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।

২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়ে চট্টগ্রামে আলোচিত হন মোহাম্মদ মনজুর আলম। ‘রাজনৈতিক গুরু’ হিসেবে পরিচিত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে চমক সৃষ্টি করেছিলেন তিনি। মেয়র হওয়ার পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.