সবারবেলায় সত্য বলি

ভোটে বাধা দিলে ব্যবস্থা নেবে প্রশাসন, লাগবে না প্রমাণ

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভোট দিতে বাধা দিলে ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন। এ জন্য কোনো প্রমাণ লাগবে না।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নাটোরের ৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা জানান তিনি।

ইসি রাশেদা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ আইন অনুযায়ী ভোটে বিঘ্ন ঘটানো প্রার্থীর প্রার্থিতাও বাতিল হবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে আগামী ২৯ ডিসেম্বর থেকে মোট ১৩ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। এ সময় ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.