সবারবেলায় সত্য বলি

নৌকার ‘সম্মানে’ সরে দাঁড়ালেন তরীকত চেয়ারম্যান

জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তরীকত ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে আজকের বেলাকে তিনি বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, প্রার্থিতা প্রত্যাহার করিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়েই আমি সরে দাঁড়ালাম।

এখানে আমি চারবারের মধ্যে তিনবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি। নৌকার মাধ্যমে আমি বারবার সম্মানিত হয়েছি। উনাকে জানিয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে বৃহস্পতিবার সকালে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

তিনি বলেন, নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি। ফটিকছড়িতে আজ থেকে দলীয় নির্বাচনি প্রচার কার্যক্রম বন্ধ রাখা হবে। অতীতে নৌকা মার্কা নিয়ে ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী ও ১৪ দলের সাথে আগামীতেও কাজ করবো। দেশের অন্য আসনগুলোতে আমাদের প্রার্থী থাকবে।

‘আমার নির্বাচনি এলাকা ফটিকছড়িতে ১৮ জানুয়ারি হতে অদ্যাবধি দলীয় প্রতীক ‘ফুলের মালা’ মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভা হয়েছে। ফটিকছড়ির বাগানবাজার হতে আব্দুল্লাহপুর পর্যন্ত ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার জনসাধারণের ভালোবাসা ও সমর্থনে আমি আবেগাপ্লুত হয়েছি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোট নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্তে আমি আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম।’

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বাংলাদেশ তরীকত ফেডারেশন। চট্টগ্রাম বিভাগে দলের প্রার্থী ২৮ জন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক তরীকত ফেডারেশন। গত দুটি জাতীয় নির্বাচনে তরীকতের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী সমঝোতা ছিল। তবে এবার ফটিকছড়ি আসনে আওয়ামী লীগও প্রার্থী দিয়েছে। দল থেকে মনোনয়ন পেয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি।

এ সময় উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, মোহাম্মদ শাহজালাল, আলমগীর আলম, মাওলানা কাজী নিজাম মোরশেদ প্রমুখ।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.