সবারবেলায় সত্য বলি

সংরক্ষিত নারী আসনে সবার মনোনয়নপত্র বৈধ

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জমা পড়া ৫০টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান তালুকদার এ ঘোষণা দেন।

মো. মনিরুজ্জামান বলেন, ‘মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। বাছাই করে সব কটি মনোনয়নপত্র বৈধ পেয়েছি। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সুতরাং সব প্রার্থীকে বৈধ ঘোষণা করছি।’

এর আগে আইন অনুযায়ী প্রাপ্ত ৪৮টি সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করে, আর বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) মনোনয়ন দেয় ২ জনকে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.