সবারবেলায় সত্য বলি

চার দেশের বিরোধিতায় ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল রাশিয়া। এ লক্ষ্যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি ভোটের আয়োজনও করেছিল।

তবে শেষ পর্যস্ত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরোধিতায় তা পাস হয়নি। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাশিয়ার উত্থাপিত প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হয়। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন ও মোজাম্বিক ভোট দেয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপান এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এছাড়া আলবেনিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ঘানা, মাল্টা, সুইজারল্যান্ড ও ইকুয়েডর ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে ১৫ সদস্যের মধ্যে ৯ সদস্যের ভোটের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়াকে ভেটোদানে বিরত থাকতে হয়। ফলে নিরাপত্তা পরিষদের যেকোনো পদক্ষেপ থেকে ইসরায়েলকে ঐতিহ্যগতভাবে সুরক্ষা দেওয়া যুক্তরাষ্ট্র বিরোধিতা করবে, এটাই আগেই জানিয়েছিলেন বিশ্লেষকরা।

ভোটের পরপর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, পশ্চিমাদের কাছে নিরাপত্তা পরিষদ জিম্মি। একমাত্র এই কারণে সংঘাত প্রশমনে নিরাপত্তা পরিষদ স্পষ্ট ও শক্তিশালী যৌথ বার্তা দিতে পারেনি।

তবে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, রাশিয়ার প্রস্তাবে হামাসকে নিন্দা না জানানোয় যুক্তরাষ্ট্রর এর বিরোধিতা করেছে।

এর আগে গত শুক্রবার ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভোটের আহ্বান করে রাশিয়া। যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট সব ধরনের কাজের নিন্দা জানাতে একটি খসড়া প্রস্তাবের ওপর এই ভোটাভুটির ডাক দেয় মস্কো।

এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রদান ও প্রয়োজনে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়। এতে ইসরায়েল ও ফিলিস্তিনের কথা বলা হলেও সরাসরি হামাসের নাম নেওয়া হয়নি।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.