সবারবেলায় সত্য বলি

৭ জানুয়ারি বিএনপিকে চিরতরে লালকার্ড: কাদের

আসছে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপিকে চিরতরে লালকার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন অপেক্ষায় আছে, আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে। শেখ হাসিনা ভিসানীতির তোয়াক্কা করেন না। শেখ হাসিনা আটলান্টিকের ওপার থেকে স্যাংশনকে ভয় পান না। তিনি ভয় পান একমাত্র সৃষ্টিকর্তাকে।

তিনি ভালোবাসেন বাংলাদের জনগণকে। বাংলাদেশের মাটি ও জনগণ আমাদের শক্তির উৎস। কোনো বিদেশি শক্তির হুমকি-ধমকি আমরা পরোয়া করি না।’

৭ জানুয়ারি ‘ফাইনাল খেলা’ হবে মন্তব্য করে তিনি বলেন, খেলা হবে লুটপাটের বিরদ্ধে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। দুর্নীতিবাজ, লুটেরারা সাবধান। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে।

উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনের মতই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। ২৮ অক্টোবরের পর থেকে টানা দেড় মাস দফায় দফায় হরতাল-অবরোধ করার পর এখন তারা ভোট বর্জনের আহ্বানে অসহযোগের ডাক দিয়ে লিফলেট বিতরণ করছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.