সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঘোষিত ৫ বিভাগে রোড মার্চের অংশ হিসেবে চট্টগ্রামে রোড মার্চ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে কুমিল্লা থেকে রোড মার্চটি শুরু হয়ে দুপুরে চট্টগ্রাম গিয়ে শেষ হবে।
এদিকে সকাল ৯টায় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে চৌদ্দগ্রাম এলাকা অংশ পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রোড মার্চকে ঘিরে এ মহাসড়কের কুমিল্লা পর্যন্ত ফেনী অংশে জেলাসহ সবকটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের ঢল নামে। এ সময় তারা সরকার পতনের নানা স্লোগানে ব্যানার, ফেস্টুন নিয়ে মহাসড়কের দু’পাশে সমবেত হন।
আরও পড়ুন: আ.লীগ-বিএনপি’র কর্মসূচি ঘিরে উত্তপ্ত মিরসরাই
দলীয় সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয় ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রোড মার্চ কুমিল্লা, ফেনী অতিক্রম করে চট্টগ্রামে গিয়ে শেষ হবে।
ময়নামতি হাইওয়ের ইনর্চাজ মোহাম্মদ মিজান উদ্দিন বলেন, বিএনপির রোর্ড মার্চকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখে যানজট সৃষ্টি হয়েছে। বিএনপির রোর্ড মার্চ শেষ না হওয়া যানজট নিরসন করা সম্ভব না, তবে মহাসড়কে আমাদের একাধিক টিম কাজ করছে।