রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে (বি.এস.টি) দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। যার উৎপত্তিস্থল হতে দূরত্ব ৮৬ কিমি. (ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্র, ঢাকা হতে দক্ষিণ পূর্ব দিকে)। এটি মাঝারি শ্রেণীর ভূমিকম্প।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূ কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল লক্ষীপুরের রামগঞ্জ এবং কুমিল্লা অংশে বলে জানা গেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও একই তথ্য দিয়েছে।