সবারবেলায় সত্য বলি

৪৭ ইউএনওকে বদলির সিদ্ধান্ত

দ্বাদশ সংসদ নির্বাচন

আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানান।

বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি সময় ধরে থাকা ইউএনও এবং ছয় মাসের বেশি সময় ধরে থাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির জন্য তাদের তালিকা কমিশনে পাঠাতে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জানা যায়, নির্বাচনের আগে ২৭০ জন ইউএনও এবং ৩২০ জন ওসিকে বদল করা হতে পারে। তাদের মধ্যে প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, বরিশাল বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৪ জন, ময়মনসিংহ বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৬ জন এবং রংপুর বিভাগের ২ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এক বছরের বেশি সময় ধরে থাকা ইউএনও এবং ছয় মাসের বেশি সময় ধরে থাকা ওসিদের পূর্ণাঙ্গ তথ্য ৫ ডিসেম্বরের মধ্যে কমিশনে আসতে পারে। যতদূর জানা যায়, ২৭০ জন ইউএনও এবং ৩২০ জন ওসি এই তালিকায় থাকতে পারেন। এখন ৪৭ জন ইউএনওর তালিকা এসেছে। কমিশন তাদের বদলির বিষয়ে সম্মতি দিয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন বিভাগ ও জেলায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন চার নির্বাচন কমিশনার। তারা যে তথ্য পেয়েছেন, সেটির ভিত্তিতেই ওসি এবং ইউএনওদের বদলি চেয়েছে নির্বাচন কমিশন।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.