সবারবেলায় সত্য বলি

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিএসএফ-এর গুলিতে মুরলি বর্মণ রায় নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) ভোরে ওই সীমান্তের ৯১৩ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরলি বর্মণ রায় চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ নিয়ে গত চার দিনের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটালো বিএসএফ।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, বুড়িরহাট সীমান্তে ৯১৩ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমানায় ৪/৫ জন বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ২ জন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়। পরে সঙ্গীরা গুলিবিদ্ধদের উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে চিকিৎসার জন্য নেওয়ার পথে মুরলি বর্মন মারা যান। অন্যজন আহত অবস্থায় অজ্ঞাত স্থানে চিকিৎসা গ্রহণ করছে। বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশ অবগত হলে মরদেহ পথে আটক করে থানায় হেফাজতে নিয়ে যায়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ আমরা উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। তদন্ত করে পরবর্তি আইগত ব্যবস্থা নেওয়া হবে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বুড়ীরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.