সবারবেলায় সত্য বলি

বন্দর ও চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক পণ্য পরিবহনের জন্য নিরাপদ

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক পণ্য পরিবহনের জন্য এখন নিরাপদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার (২৪ জুলাই) বিকেলে সার্কিট হাউজে বিভিন্ন পণ্য পরিবহন সমিতির নেতাদের নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

৩০ হাজার শ্রমিক নিয়ে কোরিয়ান ইপিজেড, আড়াই লাখ শ্রমিক নিয়ে কর্ণফুলী ও চট্টগ্রাম ইপিজেড এরইমধ্যে চালু হয়ে গেছে। এ জেলায় ৫শ গার্মেন্টসের প্রায় সবগুলোই উৎপাদনে চলে গেছে।

সভায় বিভিন্ন পণ্য পরিবহন সমিতির প্রতিনিধিরা চালকসহ পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা কারফিউ চলাকালীন সময়ে চলাচলের ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক তাদের পরিচয়পত্র কিংবা ড্রাইভিং লাইসেন্সকে কারফিউ পাস হিসেবে বিবেচনা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। একইসাথে যানবাহনের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিতকরণে শ্রমিক ও চালকসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার ব্যাপারে নির্দেশনা দেন।

জেলা প্রশাসক আরও বলেন, মহাসড়কে অধিকতর নিরনাপত্তা নিশ্চিতে প্রয়োজনে বিভিন্ন জেলা প্রশাসনের সাথে আলোচনা করে সমন্বয় সেল গঠন করা হবে। পণ্য পরিবহনে চালকদের জন্য মহাসড়কে সীমিত আকারে খাবার হোটেল চালু রাখার ব্যাপারেও উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ খান নিরাপত্তা নিশ্চিতে একাধিক ট্রাক একসাথে কনভয় আকারে চলাচল করার পরামর্শ দেন। একইসাথে যে কোনও প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে (০২-৪১৩৬০৬০৪) যোগাযোগের ব্যাপারে অবহিত করেন।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.