সবারবেলায় সত্য বলি

মিরপুর টেস্টে প্রথম দিনেই ১৫ উইকেট!

প্রথম দিনেই ১৫ উইকেট! মিরপুরের মন্থর পিচে প্রত্যাশিতভাবেই দাপট দেখালেন দুই দলের স্পিনাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৯টি উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন কিউই তিন স্পিনার মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও এজাজ প্যাটেল।

অন্যদিকে এখন পর্যন্ত পতন হওয়া সফরকারীদের পাঁচটি উইকেটও দুই টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের দখলে গেছে।

বুধবার (৬ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘূর্ণিঝড় মিগজিউমের প্রভাবে আকাশে মেঘ থাকায় এদিন শুরু থেকেই খেলা হয়েছে ফ্লাডলাইটের আলোতে। কৃত্রিম আলোর নিচে টাইগার ব্যাটাররা রীতিমতো খাবি খেয়েছেন স্পিনারদের সামনে। মাত্র ১৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ।

অল্প পুঁজি নিয়ে মিরপুরের বধ্যভূমিতে চেনা অস্ত্র সেই স্পিনেই পাল্টা আক্রমণ শানালেন স্বাগতিকরা। আলোকস্বল্পতার কারণে খেলা থামার আগে ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে নিউজিল্যান্ড। এখনো পিছিয়ে আছে ১১৭ রানে।

নিউজিল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে মিরাজের হাত ধরে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। টাইগার এই অলরাউন্ডারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ঠিক বুঝতে পারেননি ডেভন কনওয়ে। ছেড়ে দেওয়া বল সোজা স্টাম্পে গিয়ে আঘাত হানে। সাজঘরে ফেরার আগে ১১ বলে ১৪ রান করেছেন কিউই ওপেনার।

মিরাজের পর উইকেট শিকারে নামেন সিলেট টেস্টের নায়ক তাইজুল ইসলাম। অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি টম ল্যাথামের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। সেখানে দারুণ ক্যাচ তালুবন্দী করেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। পরপর দুই ওভারে মাত্র ২ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় কিউইরা।

দলীয় ৩০ রানের মাথায় সফরকারীদের বিপদ বাড়িয়ে সাজঘরে ফিরেন হেনরি নিকোলস। তাইজুলের অফ স্টাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে মারতে গিয়েছিলেন নিকোলস। ঠিকঠাক ব্যাটে সংযোগ করতে পারেননি। মিড অনে দারুণ ক্যাচ নেন শরিফুল ইসলাম। মাত্র ১ রানেই ফেরেন কিউই এই ব্যাটার।

আলোকস্বল্পতায় দিনের খেলা বন্ধ হওয়ার আগে এক ওভারেই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে সাজঘরে পাঠান মিরাজ। একে একে ফেরান কেইন উইলিয়ামসন ও টম ব্লান্ডেলকে। মিরাজের করা আগের ওভারেই নিশ্চিত জীবন পেয়েছিলেন উইলিয়ামসন। প্রথম স্লিপে সহজ ক্যাচ মিস করেন শান্ত।

পরে ইনিংসের ১২ তম ওভারে ফের বল হাতে তুলে নিয়ে কিউই সাবেক অধিনায়কের বিদায়ঘণ্টা বাজান মিরাজ। এবার দুর্দান্ত ক্যাচ নেন শাহাদাত দিপু। আনলাকি থার্টিনে কাটা পড়েন উইলিয়ামসন। পরে এক বলের ব্যবধানে ব্লান্ডেলকে এলবিডব্লিউর ফাঁদে পেলেন টাইগার এই অলরাউন্ডার।

এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটাররা রীতিমতো খাবি খেয়েছেন নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে। ইনিংসের প্রায় পুরোটা সময় কিউই স্পিনত্রয়ীর বিপক্ষে সংগ্রাম করে গেছেন টাইগাররা। মাঝে মুশফিকুর রহিম নিজের খামখেয়ালিপনার কারণে আউট হয়েছেন ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে’র ফাঁদে পড়ে।

মুশফিকের ওই এক আউট দিয়ে পুরো বাংলাদেশ ইনিংসের চিত্র চাইলে আঁকা যেতেই পারে। কেউ আউট হয়েছেন বড় শট খেলতে গিয়ে। আবার কেউ ফিরে গিয়েছেন রিভার্স সুইপ খেলার মতো সিদ্ধান্ত নিয়ে। এমন খামখেয়ালিপনার দিনে বাংলাদেশ অলআউট হয় ১৭২ রানে।

টাইগারদের হয়ে সর্বোচ্চ স্কোরার অবশ্য সেই মুশফিকই। করেছেন ৩৫ রান। আর কিউইদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার আর গ্লেন ফিলিপস। আর দুটি উইকেট শিকার করেছেন এজাজ প্যাটেল।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.