সবারবেলায় সত্য বলি

চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা, আরও যা থাকছে অর্থ পুরস্কার

বিপিএল-২০২৪ এখন শেষ প্রান্তে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় শিরোপা লড়াইয়ে নামবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিকে ফাইনালের আগে এবারের বিপিএলের প্রাইজমানি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা জানায়, গত আসরের মতো এবারও টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। রানার আপ দলের জন্য থাকছে এক কোটি টাকা।

ব্যক্তিগত পুরস্কারও থাকছে ফাইনাল শেষ। শিরোপা লড়াইয়ের ম্যাচের সেরা খেলোয়াড় পাঁচ লাখ টাকা পাবেন। টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন তিন লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা। সর্বোচ্চ উইকেট শিকারী ও সর্বোচ্চ রান সংগ্রাহকও পাবেন ৫ লাখ টাকা।

সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ফরচুন বরিশালের তামিম ইকবালের সঙ্গে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ হৃদয়। তারা দুজনের দলই ফাইনালে উঠেছে। ১৪ ইনিংসে ৪৫৩ রান তামিমের, এক ইনিংস কম খেলা হৃদয় করেছেন ৪৪৭ রান। লিগ পর্বেই দল বাদ গেলেও ২২ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে শরিফুল, দ্বিতীয় অবস্থানে থাকা সাকিবের ১৭ উইকেট; তার দল ফাইনালে খেলছে না।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.