ধর্মশালার উইকেটে বাড়তি সুবিধা পাবেন পেসাররা, এমন ধারণা থেকেই তিন পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো। নতুন বলে, সকাল বেলায়ও বাড়তি কোনো সুবিধা পাননি তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা।
মাঠে নেমে উইকেট পড়তে অবশ্য সাকিবের খুব বেশি সময় লাগেনি। ফলে সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যান তিনি। মিডল ওভারে স্পিন দিয়েই আফগানদের চেপে ধরে বাংলাদেশ। বিশেষ করে সাকিব-মিরাজ। এই স্পিনারের ঘূর্ণি জালেই ফেঁসে গেছে হাশমতউল্লাহর দল।
শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের সর্বোচ্চ ৪৭ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।