নগরের পতেঙ্গায় দেবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ। ফেরদৌস আরা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।
পতেঙ্গা থানার এসআই সজীব আচার্য বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ফেরদৌস আরাকে ছুরিকাঘাত করে তার দেবর রবিন ওরফে রনি।
আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। অভিযুক্ত দেবর পলাতক। তাকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।