পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম উল হক পদত্যাগ করেছেন। বিশ্বকাপ চলার মাঝপথেই সোমবার তিনি দায়িত্ব ছেড়েছেন।
জানা যায়, খেলোয়াড়দের ব্যবস্থাপনা কোম্পানিতে ইনজামামের সম্পর্ক আছে এবং যে কারণে খেলোয়াড় নির্বাচনে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে।
এমন অভিযোগের পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে সত্যতা যাচাই বাছাইয়ের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
পদত্যাগের পর ইনজামাম সংবাদ মাধ্যমে বলেছেন, না জেনে মানুষ কথা বলে। আমাকে নিয়ে প্রশ্ন উঠায় আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, পিসিবি যদি তদন্ত করতে চায় তাহলে আমি প্রস্তুত আছি। কোনো ধরণের প্রমাণ ছাড়াই মানুষ আমাকে নিয়ে কথা বলছে। যদি কিছু থাকে তাহলে সেটা দেখাক। খেলোয়াড় এজেন্ট কোম্পানির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই ধরণের অভিযোগ আমাকে আহত করেছে।