সবারবেলায় সত্য বলি

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সংরক্ষিত আসনে ৪৮ জন নারী প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তারা হলেন— পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের দ্রুপদী দেবী আগারওয়াল, নীলফামারির আশিকা সুলতানা, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, নাটোরের কুহেলী কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের যারা জেবিন মাহবুব, খুলনার রুনি রেজা, বাগেরহাটের ফরিদা, বরগুনার ফারজানা সুমি, ভোলার বিউটি, পটুয়াখালীর নাজনীন নাহার, নেত্রকোণার নাদিরা বিনতে আমিন ও কুমিল্লার এরোমা দত্ত।

সাতক্ষীরার লাইলা পারভীন, খুলনার মুন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বেদুরা আহমেদ সালাম, ঢাকার শবনম জাহান, সানজিদা খানম, রংপুরের ববি, বরিশালের শাম্মী আহমেদ, মুঞ্চিগঞ্জের ফজিলাতুন্নেছা, ঢাকার শেখ আনার কলি পুতুল, নরসিংদীর মাসুদা সিদ্দিক, টাঙ্গাইলের তারানা হালিম, গাজীপুরের মেহের আফরোজ, ঢাকার হাসিনা বারি, গোপালগঞ্জের নাজমা আক্তার, লক্ষীপুরের ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালীর কানন আরা বেগম, চট্টগ্রাম শামিমা হারুন, দিলারা ইউসুফ, ওয়াসিকা, নোয়াখালীর ফরিদা খানম ও ১৪ দলের আনান আরা বেগম।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.