সবারবেলায় সত্য বলি

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতি, রাঙামাটিতে যুবক গ্রেপ্তার

রাঙামাটি জেলা শহরের ভেদভেদ এলাকায় অভিযান চালিয়ে জালিয়াতি করে প্রতারণার অভিযোগে নুরুজালাল মুন্না (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার নুরুজালাল মুন্না ভেদভেদী বাজার মিনি সুপার মার্কেটে ‘সাইফুল আইটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তিনি রাঙামাটি মৌজার শিমুলতলী এলাকার মো. শাহাজাহানের ছেলে।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরেই মুন্না ইলেকট্রনিক্স ডিভাইস ও কম্পিউটারের অপব্যবহার করে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সীল মোহরসহ বিভিন্ন প্রকার সার্টিফিকেট জাল করে জনসাধারণের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিল। এমন ঘটনার খবর পেয়ে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে জাল জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জাল-জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার ও ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী জানান, আসামিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার। আজ বুধবার আদালতে তোলা হয়েছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.