১৪৮তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন অ্যাসেম্বলিতে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এই সফরে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান।
বুধবার (২০ মার্চ) রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তাঁরা। আগামী ২৩-২৭ মার্চ জেনেভায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে অংশ নিতে সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য শফিকুল ইসলাম, সংসদ সদস্য মাহবুব উর রহমান, সংসদ সদস্য শাহাদারা মান্নান, সংসদ সদস্য নীলুফার আনজুম পপি, সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান, সংসদ সদস্য মুজিবুল হক এবং সংসদ সদস্য আখতারুজ্জামান স্পিকারের সঙ্গে রয়েছেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপ-সচিব মো. ওয়ারেস হোসেন এবং উপ-সচিব মো. জসিম উদ্দিন প্রতিনিধিদলে রয়েছেন। এ ছাড়া স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।
সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার সংসদীয় প্রতিনিধিদল ও তার সফরসঙ্গীরা আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।