সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজ

চট্টগ্রামের চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে দুই শিশু নিখোঁজের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের লামারবাজার স্টেশনের একটি ইউনিট ও আগ্রাবাদ ফায়ার ইউনিটের ডুবুরি দল ওই দুই শিশুকে উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, চাক্তাইয়ের স্লুইসগেট এলাকায় নিখোঁজ হয় ওই দুই শিশু। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুকে উদ্ধার করা যায়নি। তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই দুই শিশু ককসিট নিয়ে খেলা করছিল পানিতে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিসের অফিসার জসিম উদ্দিন বলেন, আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে অভিযান চালিয়ে যাচ্ছি। এখনও নিখোঁজ শিশুর অভিভাবক পাওয়া যায়নি।

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, ওই দুই শিশু স্লুইসগেটের নদীর পাশে খেলা করছিল। সেখানেই নিখোঁজ হয়।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.