সবারবেলায় সত্য বলি

নিজামপুর কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল মনছুর ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, অধ্যক্ষ আবুল মনছুরের পদত্যাগ, জ্বালোরে জ্বালো আগুনো জ্বালো, ফ্যাসিবাদের দোসরদের শিক্ষক হিসেবে দেখতে চাই না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ আবুল মনছুর ভূঁইয়া ঢাকা শিক্ষা বোর্ডে বিদ্যালয় পরিদর্শক থাকাকালীন ঘুষ বাণিজ্যের মাধ্যমে অন্যায়ভাবে অনেক শিক্ষক নিয়োগ দিয়েছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে।

আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার ডিবি হারুনের সাথে সিন্ডিকেট করে শিক্ষা বাণিজ্যে লিপ্ত ছিলেন অধ্যক্ষ আবুল মনছুর ভূঁইয়া। এমন একটি অভিযোগ ঢাকা শিক্ষা বোর্ডে জমা দিয়েছে ঢাকার লালমাটিয়া এলাকার মাহবুবা আক্তার নামে এক নারী। এছাড়া তিনি জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন।

তবে সরেজমিন গিয়ে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের ব্যানারে শিক্ষার্থীদের একটি দল কলেজ ক্যাম্পাসের আমতলায় বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। তবে শিক্ষার্থীদের বিশাল একটি অংশ আন্দোলনে অংশ নিতে দেখা যায়নি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের বলেন, ‘নিজামপুর কলেজে সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ আবুল মনছুর ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিল শেষে কলেজের সাবেক অধ্যক্ষ ড. এ কে এম সামছুদ্দিন আজাদকে পুনরায় অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার জন্য এবং বর্তমান অধ্যক্ষকে অপসারণের বিষয়ে দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। আমি এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে প্রেরণ করবো।’

এসএস/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.