চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এর আগে রোববার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করে হালিশহর থানা পুলিশের একটি টিম। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইলিয়াছ।
ওসি বলেন, রোববার ঢাকা থেকে ইলিয়াছকে গ্রেফতার করা হয়। পরে তাকে আনা হয় চট্টগ্রামে। এরপর সোমবার ইলিয়াছকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।