সবারবেলায় সত্য বলি

রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করা হত্যা

রাউজান উপজেলার নোয়াপাড়ায় জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার নোয়াপাড়া আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবু সৈয়দের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগরীর আছাদগঞ্জের শুকটি ব্যবসায়ী ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, নোয়াপাড়ায় গুলিতে এক ব্যক্তি মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড, সেটা বের করার চেষ্টা চলছে।

তিনি জানান, জাহাঙ্গীর আলম আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয়। পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার শিকার হন।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.