সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সিএমপির ১৬ থানায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতার ৪৬ জন হলেন— আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ছালামত আলী চৌধুরী (৭০), শেখ রাসেল স্মৃতি সংসদ চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মিয়া (৩২), কোতোয়ালীর যুগ্ম সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন (৩৮), আওয়ামী লীগের শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. নুরুল ইসলাম (৫৬), চরলক্ষ্যা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সহ সভাপতি নুরুল আলম (৫৫), সাব্বির হোসেন মন্ডল (৪৬), আরফান উদ্দিন (৩৩), রহিম উদ্দিন রাজিব (২৭), মো. সাজ্জাদ হোসেন রিয়াজ (২৭), মুহাম্মদ আরিফ সিকদার মুন্না (৩৩), মো. রনি (৩৯), মো. শামীম (২৮), মো. শাহজাহান সাজু(৪০), মো. জাকির হোসেন(২২), মো. শরিফ উদ্দিন (২২), আবু আহাম্মেদ (৫৭), আসিফুর রহমান (৩৮), আব্দুল মালেক সওদাগর (৫৫), মাহফুজুর রহমান সুজন (২৭), মিরাজ উদ্দিন রবিন (২৪), মো. পারভেজ (২৭)।

মুনতাসির আবছার (২৩), নুরুল জামান (২৩), ইবনে মিজান (৪৫), তুহিন মুরাদ(৩২), জাহিদুল ইসলাম (৩৮), ইশতিয়াক মুন্না (৩৫), মো. ইলিয়াছ (৫১), আব্দুল মমিন আনজুম (২৭), আব্দুল আলী কালু, মো. ওয়াহিদ (২৭), মোজাম্মেল তারেক (২৪), সৈয়দ নিজামুল হক (২৮), গোলাম নবী (৫৫), আনিসুল ইসলাম সৌমিক (৩১), মো. মাহিম (১৯), আরিফ হোসেন (২৪), শহিদুল ইসলাম শাওন (২৪), আলী আজগর (৪০) , মাহমুদুল হক(৫০), আরিফ (২০), মো. সুমন (৩০), তৌহিদুল ইসলাম (৩২), এসএম সেলিম উদ্দিন (৫৪), মো. মনির (৩৬) ও মো. সানি (২৯)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-মিডিয়া) বলেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সিএমপির ১৬ থানায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে কেউ কেউ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলা এবং অন্যরা সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.