সবারবেলায় সত্য বলি

ইঞ্জি. মোশাররফকে উন্নত চিকিৎসায় দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ

কারাবন্দী সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চিকিৎসার জন্য দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠানোর পরামর্শ দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। শারীরিকভাবে নানান জটিল রোগে আক্রান্ত এই বর্ষীয়ান রাজনীতিবিদকে বিএসএমএমইউতে ভর্তি করানোর জন্য রেফার করেছে চমেক।

এর আগে চট্টগ্রাম কারাগারে বন্দি থাকা ইঞ্জিনিয়ার মোশাররফকে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হাসপাতালে পাঠানো হয়।

কারাসূত্র জানায়, শ্বাসকষ্টজনিত সমস্যার দেখা দিলে প্রথমে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে নিয়মিত চেকআপের পর থাকে ঢাকায় পাঠানোর জন্য ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, আমাদের কাছে তার চিকিৎসা সংক্রান্ত কোনো কাজগপত্র এখনও আসেনি। আসলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আমাদের হাসপাতালে আনা হয়েছিল। আমাদের ডাক্তারা তার পরীক্ষা করেছেন। এ সময় তার মেডিসিন, কার্ডিয়াক, কিডনি, নিউরো মেডিসিন, ডায়বেটিসসহ নানা রোগের জন্য উনার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা লাগবে। এখন তাকে চট্টগ্রাম কারাগারে নেওয়ার পর সেখান থেকে তাকে পিজি হাসপাতালে নেওয়া হবে।

এর আগে গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.