সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে গভীর রাতে ‘কাপল ড্যান্স’ পার্টি থেকে আটক ২৫

নগরের পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় অবৈধ অশ্লীল ‘কাপল ড্যান্স’ পার্টিতে অভিযান পরিচালনা করে নারী-পুরুষসহ ২৫ জনকে আটক করা হয়েছে। এ সময় আটককৃত একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান।

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারে সপ্তম তলায় অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।’

তিনি বলেন, ‘অভিযানে নারী-পুরুষসহ সর্বমোট ২৫ জন আটক করা হয়েছে। এর মধ্যে একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এছাড়াও অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এসআই/আজকের বেলা

Get real time updates directly on you device, subscribe now.