সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে বুধবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নগরের বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার জরুরি গ্যাস ‘শাট-ডাউন’ ঘোষণা করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। ফলে ৯ ঘণ্টার জন্য ওই এলাকার গাহকেরা গ্যাস ব্যবহার করতে পারবেন না।

এদিকে নির্ধারিত ওই এলাকার আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ মার্চ) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (১২ মার্চ) চট্টগ্রামের কিছু এলাকায় ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো— কালুরঘাট, নক্সসাস শিল্প এলাকা (বাহির সিগনাল), চররাঙ্গামাটি, বড়ুয়াপাড়া, নকসিয়া জোন, চাঁন্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট এলাকা, মোহরা, কুয়াইশ, নজু মিয়ার হাট, হামিদ চর, পাঠানিয়া গোদা, কাতালগঞ্জ, চকবাজার, ওলিখা মসজিদের সামনের এলাকা ও এর আশেপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বুধবার গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় উল্লেখিত এলাকার আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। এছাড়া কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।

Get real time updates directly on you device, subscribe now.