সবারবেলায় সত্য বলি

২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ছিনতাই, গ্রেপ্তার ২

নগরের কোতোয়ালী থানার রেলওয়ে পাবলিক হাইস্কুল এলাকা থেকে এক ব্যক্তির ২৫ লাখ টাকার স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।

রোববার (১৮ মে) বিকেলে নগর পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন— মো. আরমান (৩৬) ও সাজু কুমার বনিক (৩০)।

পুলিশ জানিয়েছে, গত ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া ২৫ লাখ টাকা মূল্যের ৪টি স্বর্ণের চুরি নিয়ে হাজারী গলির দিকে যাওয়ার পথে রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীত পাশে কুলিয়ারচর সিএনজি স্টেশনের সামনে থেকে অজ্ঞাত ছিনতাইকারীরা তা ছিনিয়ে নেয়। এসময় দুইটি মোবাইল ফোনও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে গতকাল (১৭ মে) দিবাগত রাতে চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে। একইসাথে তাদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, লুট করা স্বর্ণের ৪টি চুরি গলিয়ে তারা একাধিক চুরি তৈরি করেছে। তাদের বিরুদ্ধে ৩৯২ পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আরমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত মোট ৭ টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

Get real time updates directly on you device, subscribe now.