সবারবেলায় সত্য বলি

চট্টগ্রামে ১০ হাজার টন পশুর বর্জ্য অপসারণ

নগরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (৭ জুন) সন্ধ্যায় চসিক মেয়র জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১০ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, যেখানে চামড়া সংগ্রহ করা হয় সেখানেও আমরা গিয়েছি। আমরা যে বর্জ্য অপসারণে যে সময়সীমা দিয়েছিলাম তা অত্যন্ত সন্তোষজনক।

তিনি আরও বলেন, অনেকে দেরিতে পশু কোরবানি দিয়েছেন অথবা পরেও দিবেন, সে ব্যাপারেও আমাদের প্রস্তুতি রয়েছে। এলালাবাসীও আমাদের বর্জ্য অপসারণে সহায়তা করেছেন। সকালে থেকে আমরা মনিটরিং রুম থেকে এ বর্জ্য অপসারণ সার্বক্ষণিক তদারকি করছি।

এর আগে সকালে ঈদের নামাজ শেষে মেয়র নগরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

শনিবার ঈদের সকাল থেকে ৪১টি ওয়ার্ডে মাঠে নামানো হয় ৪ হাজারের বেশি পরিচ্ছন্নকর্মীকে। ড্রাম ট্রাকসহ মোট ৩৬৯টি গাড়িতে পুরোদমে চলছে বর্জ্য অপসারণ। দুর্গন্ধ ঠেকানো, রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কারে ছিটানো হয় ব্লিচিং পাউডার।

যোগাযোগ করা হলে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, ৪ হাজার দুইশো পরিচ্ছন্নকর্মী মাঠে রয়েছে। তাদের সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডকে ভাগ করে দিয়েছি। যাতে কাজ আরও দ্রুত হয়।

Get real time updates directly on you device, subscribe now.