২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (২৩ জুন) টিআইসি মিলনায়তনে চসিকের বাজেট ঘোষণা করেন তিনি।
মেয়র ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, ২০২১ সালে চসিক নির্বাচনে আমি জয়লাভ করলেও ফ্যাসিস্ট সরকারের কূটকৌশলে পরাজিত দেখায়।
জুলাই ২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও দোসরদের পতনের পর আদালতের আদেশে মেয়রের দায়িত্বপ্রাপ্ত হয়েছি।
তিনি বলেন, ৬০০ কোটি দেনা নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। ৮ মাসে দেড়শ কোটি টাকা পরিশোধ করেছি। দেনা শূন্যের কোটায় নিয়ে আসব। চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি ভালোবাসি।