সবারবেলায় সত্য বলি

রানওয়েতে ৪০০ যাত্রী নিয়ে দুই ঘণ্টা আটকা বিমান

সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি ১৩৮ যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা আটকে ছিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে।

শনিবার (৫ জুলাই) অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়েতে আটকে যায় বিমানটি। সেটিতে ছিলেন প্রায় ৪০০ হাজী ও প্রবাসী যাত্রী।

বিমানবন্দর সূত্রে জানা যায়, মদিনা থেকে বিমানটি শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করার পর চট্টগ্রাম বিমানবন্দরে বৃষ্টির মধ্যে সকাল সাড়ে ৯টায় অবতরণ করে। এরপর রানওয়ে-২৩ প্রান্তে হঠাৎ আটকে যায়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘন্টা বন্ধ ছিলো।

Get real time updates directly on you device, subscribe now.