হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শেষদিন আজ মঙ্গলবার (২৪ অক্টোবর)। কঠোর নিরাপত্তায় এদিন নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর থেকে পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়। ঢাক, ঢোল বাজিয়ে দুর্গা মাকে বিদায় জানান ভক্তরা। বৃষ্টিতে একাকার হচ্ছে তাদের চোখের জল। বিকেল সাড়ে ৩টায় আসেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
ইপিজেড থানা পূজা কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার শীল জানান, বেলা একটা থেকে পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা মণ্ডপ থেকে আনতে একটু সময় লেগেছে। ১৬ থানার তিন শতাধিক প্রতিমা এখানে বিসর্জন দেওয়া হয়।
তিনি বলেন, পতেঙ্গা সৈকতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসন প্রতিমা বিসর্জনে সহায়তা করেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন, মেডিকেল, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের টিমও সহায়তা করেছে।