সবারবেলায় সত্য বলি

চট্টগ্রাম বিমানবন্দরে ৭০ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণসহ দুবাই থেকে আসা দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) পৌনে ৯টার দিকে BG148 ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাদের গ্রেপ্তার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন– রাউজান এলাকার মোহাম্মদ রায়হান এবং ঢাকা মিরপুর এলাকার অনামিকা জুথী।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে BG148 ফ্লাইটে দুবাই থেকে আসা দুই যাত্রীকে ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ মূল্যের ২২ ক্যারেট স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

Get real time updates directly on you device, subscribe now.