সবারবেলায় সত্য বলি

মিরসরাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা

মিরসরাইয়ের মহামায়া ইকোপার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ উন্নয়নের আওতায় বন ও বৃক্ষের ভূমিকা, ইকো-ট্যুরিজম উন্নয়ন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিদ্যমান আইনের প্রতি গণচেতনতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) থেকে সোমবার (৩০ অক্টোবর) চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এসএম কায়চার।

প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে ছিলেন মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নওশাদ। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট রেঞ্জের সহকারি বন সংরক্ষক মো. হারুন অর রশিদ।

চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ১৬ জন রিসোর্স পার্সনের সমন্বয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ১৬৭ জন ব্যক্তি অংশ নেন।

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নওশাদ বলেন, এই জনপদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা হচ্ছে মহামায়া ইকোপার্ক। যেখানে প্রাকৃতিক পরিবেশের নানান বিষয় বিদ্যমান। মহামায়া তথা মিরসরাইয়ের জীববৈচিত্র‍্য সংরক্ষণ এবং ইকো-ট্যুরিজম বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এসএস/এসআই
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.