সবারবেলায় সত্য বলি

হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সারিয়া এজতেমা মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এদিন দুপুরে হাটহাজারী সড়কের সারিয়া বোর্ড স্কুল ও এজতেমা মাঠের সামনে নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে ফটিকছড়ি অভিমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ অটোরিকশার সাত জনই নিহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহতরা সবাই চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ফটিকছড়ি উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। সড়ক থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.