সবারবেলায় সত্য বলি

রাউজানে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেফতার

রাউজানে নাশকতা মামলার আসামি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদাকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরুল হুদা উপজেলার লেলাংগারা এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বহদ্দারহাট মোড় থেকে নাশকতার মামলার আসামি মো. নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ৩১ অক্টোবর অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাউজানে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রাউজান এবং কোতোয়ালীতে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টায় ২টি মামলা রয়েছে। আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআই/আজকের বেলা
আজকের বেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Get real time updates directly on you device, subscribe now.